হাসপাতালে নাইট শিফটে কর্মরত মহিলাদের নিরাপত্তায় নতুন সিদ্ধান্তে রাজ্য সরকার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাসপাতালে নাইট শিফটে কর্মরত মহিলাদের নিরাপত্তায় জোর দিল রাজ্য সরকার। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তা বলবৎ করা হবে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

*’রাতের সাথী’ নামের বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হবে।

*সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং হস্টেলে মহিলাদের জন্য আলাদা রেস্টরুম এবং বাথরুম থাকবে।

*সিসিটিভি দিয়ে সুরক্ষিত বেশ কিছু ‘সেফ জোন’ তৈরি করা হবে।

*রাতে মহিলাদের নিরাপত্তার জন্য ‘রাতের সাথী’ অর্থাৎ মহিলা ভলেন্টিয়াররা মোতায়েন থাকবেন।

*’রাতের সাথী’ অ্যাপে থাকবে অ্যালার্মের সুবিধা। সকল মহিলাদের এই অ্যাপ ফোনে ডাউনলোড করার পরামর্শ।

*মহিলাদের ক্ষেত্রে নাইট শিফট যাতে কম দেওয়া হয় সেই চেষ্টা করবে রাজ্য। সম্ভব হলে মহিলাদের নাইট ডিউটি দেওয়াই হবে না।

*টানা ডিউটি করতে হলে সেটা যাতে ১২ ঘণ্টার বেশি না হয়ে যায় সেই দিকেও নজর দেওয়া হবে।

*নাইট শিফটে মহিলাদের একা নয়, টিম হিসেবে ডিউটি দেওয়ার নির্দেশ সরকারের।

*হাসপাতালগুলির বাইরে নিরাপত্তাকর্মী বেশি এবং ব্রেথলাইজার টেস্টের ব্যবস্থা।

*হাসপাতাল সহ সব প্রতিষ্ঠানেই মহিলাদের ওপর যৌন হেনস্থা রুখতে তৈরি হবে বিশেষ কমিটি।

*হাসপাতালে পুলিশের নাইট পেট্রোলিং।

error: Content is protected !!