📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সিবিআই স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। শুক্রবারের পর শনিবারও সন্দীপ ঘোষকে জেরা। এই অবস্থায় মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি এদিন দেশজুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠনের ডাকা ২৪ ঘণ্টার এই কর্মবিরতির জেরে প্রভাব রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের সর্বত্র। অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালে এসে রোগীদের ফিরে যাওয়ার ছবিই চোখে পড়েছে।
বেলা বাড়ার সঙ্গেই IMA-এর ডাকা কর্মবিরতির প্রভাব ধরা পড়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব মেডিক্যাল কলেজেই চলছে অচলাবস্থা। তবে অনেক জায়গাতেই আউটডোর বন্ধ থাকলেও রোগীর শারীরিক অবস্থার গুরুত্ব বিচার করে ইমারজেন্সিতে চলছে চিকিৎসকা।
রোগী দুর্ভোগের খবর মিলেছে দিল্লি, গুজরাত, তামিলনাড়ু এবং বিহার থেকেও। পাটনা এইমসে আরজি করের ঘটনার প্রতিবাদে গণস্বাক্ষর গ্রহণ করার কাজ হয়েছে। ইতিমধ্যেই আরজি করের ঘটনার দ্রুত বিচারের দাবিতে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছেন এক চিকিৎসক।
সেকেন্দ্রাবাদের ওই চিকিৎসকের নাম মনিকা সিং। তাঁর দাবি, আরজি করের ঘটনাস্থল সুরক্ষিত রাখতে এবং চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ওই চিঠিতে প্রতিটি মেডিক্যাল কলেজের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন ওই চিকিৎসক।