📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সিপিএমের জেলা সম্পাদক পদ থেকে সরানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে। রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন জেলা সম্পাদক পদে দায়িত্বভার গ্রহণ করলেন সিপিআইএমের জেলা কমিটির সহ-সম্পাদক বিজয় পাল। ঠিক কী কারণে তাঁকে সরানো হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে শুক্রবারই রাজ্য কমিটির সিদ্ধান্ত এসে পৌঁছয় জেলায়।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই সুশান্ত ঘোষের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ জমা পড়েছিল আলিমুদ্দিন স্ট্রিটে। অন্যদিকে তাঁর বিরুদ্ধে ‘মহিলাঘটিত’ অভিযোগের তদন্ত চলছে। এসবের মাঝেই সিপিএম তাঁকে পদ থেকে ‘ছুটি’তে পাঠাল। শুক্রবার মেদিনীপুরে সিপিএমের জেলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে জেলা সম্পাদক হিসাবে বিজয় পালের নাম ঘোষণা করা হয়।
তৎকালীন বাম সরকারের আমলে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী ছিলেন সুশান্ত ঘোষ। তবে তাঁর বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ এনেছিলেন এক মহিলা। সেই মামলার তদন্ত চলছে। তারও আগে ২০০২ সালের বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে নাম জড়িয়ে যায় সুশান্তের। তৃণমূল জমানায় তিনি দীর্ঘ সময়ে জেলে কাটিয়েছেন। তবে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেয়। যদিও তারপরও বেশ কিছু দিন নিজের জেলায় ঢুকতে পারেননি সুশান্ত। অবশেষে ২০২১ সালে তিনি জেলায় ঢুকতে পারেন এবং তাঁকে জেলা সম্পাদকের পাশাপাশি ভোটের প্রার্থীও করে সিপিএম। যদিও তিনি পরাজিত হয়েছিলেন।
এখন এই পদ চলে যাওয়ার বিষয়ে সুশান্তের সাফাই, স্ত্রীর অসুস্থতার কারণ জানিয়ে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। দল যা বলবে, সেটাই হবে।