আরজি কর কাণ্ডে মমতার বিরুদ্ধে মমতার মিছিল! মুখ্যমন্ত্রীর দাবি কী, জানালেন ডেরেক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর জি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা বাংলা উত্তাল। প্রতিবাদের আঁচ রাজ্য ছাড়িয়ে সারা দেশ এবং বিদেশেও। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পথে নামছে রাজনৈতিক দলগুলো, এছাড়া রাজ্য জুড়েই অরাজনৈতিক প্রতিবাদও ক্রমশ জোড়ালো হচ্ছে। এই পরিস্থিতিতে আরজি কর কাণ্ডে শুক্রবার পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে হাঁটবেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধেই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী! এও কি সম্ভব? নাকি অন্য কোনও কারণে পথে নামছেন মমতা? এক্স হ্যান্ডেলে জানালেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ও ব্রায়েন।

নির্যাতিতার ধর্ষণ এবং খুনের তদন্ত সংক্রান্ত একাধিক দাবি রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর। আরজি করের ঘটনাটি ঘটে ৯ অগাস্ট, ১২ অগাস্ট নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছিলেন রবিবারের মধ্যে পুলিশ তদন্তের কিনারা করতে নয়া পারলে তদন্তভার দেওয়া হবে সিবিআই-কে। পরদিন, ১৩ তারিখই হাইকোর্টের নির্দেশে মামলা তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। তারপরই মিছিলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কী দাবি মুখ্যমন্ত্রীর?

ডেরেকের টুইটে তিনদফা দাবির উল্লেখ রয়েছে | প্রথমত, প্রতিদিন সিবিআই-এর তদন্তে কী উঠে আসছে তা জানাতে হবে। দ্বিতীয়ত, রবিবারের মধ্যে সিবিআইকেও রহস্যভেদ করতে হবে। তৃতীয়ত, কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। মামলা পাঠাতে হবে ফাস্ট ট্র্যাক কোর্টে| পরিসংখ্যানে দাবি করা হয়েছে, গত ২০ বছরে রাজ্যের ৯১১টি তদন্তের দায়িত্বে এখনও পর্যন্ত রয়েছে সিবিআইয়ের হাতে। তারমধ্যে ১১২টি মামলা ঝুলে রয়েছে নানা কারণে। ২০২১ সালে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একথা স্বীকার করছে।

error: Content is protected !!