আর জি করে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯, দুষ্কৃতীদের টার্গেট ছিল সেমিনার হল ! উঠে এল বড় তথ্য

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর জি করে ভাঙচুরের ঘটনায় আরও ৭ জনকে গ্রেফতার করল পুলিশ । বৃহস্পতিবার রাত পর্যন্ত ১২ জনের গ্রেফতারির খবর সামনে এসেছিল । শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে । তাঁর মধ্যে ৫ অভিযুক্তকে সোশ্যাল মিডিয়ার সাহায্যে গ্রেফতার করা হয়েছে বলে খবর ।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন হামলাকারীর ছবি পোস্ট করে সন্ধান চাই-এর বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা পুলিশ । সেই পোস্টের সাহায্যেই ধৃত ৫ জনের খোঁজ পায় পুলিশ । শুক্রবারও কলকাতা পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে, যদি আগের পোস্ট থেকে কেউ যদি কোনও অভিযুক্তকে শনাক্ত করতে পারে, তাহলে যেন তাঁদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয় ।

এদিকে, বুধবার মধ্যরাতে আরজি করে ভাঙচুরের ঘটনায় আরও একটি তথ্য উঠে আসছে । জানা গিয়েছে, হাসপাতালে তিন তলার ইএনটি বিভাগেও সেদিন ভাঙচুর করা হয়। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, চিকিৎসক তরুণীর যেখানে দেহ মিলেছিল, সেই থার্ড ফ্লোরকেই তিনতলা ভেবে ইএনটি-বিভাগে গিয়ে ভাঙচুর করেছে দুষ্কৃতীরা । এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি চারতলার পালমোনারি বিভাগে ভাঙচুর করে আরও কিছু তথ্য-প্রমাণ লোপাটের পরিকল্পনা ছিল ওই দুষ্কৃতীদের ? হাসপাতালের নার্সদের দাবি, মনে হয় ওই দুষ্কৃতীদের টার্গেট ছিল সেমিনার রুম। কিন্তু সেটা চিনতে পারেনি।

আরজি কর কাণ্ডে সারা দেশের চিকিৎসকদের প্রতিবাদ জোরালো হচ্ছে ক্রমশ। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনেরর পর প্রতিবাদে যোগ দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। শনিবার (১৭ অগস্ট) সকাল ৬টা থেকে রবিবার (১৮ অগস্ট) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিলেন সারা ভারতের চিকিৎসকেরা। শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা দেবেন না তাঁরা । এদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে SUCI। বেশ কয়েক জায়গায় বনধের প্রভাব পড়েছে ।