📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) বা এআই ব্যবহার করে ভুয়ো ভিডিয়ো তৈরি করা হচ্ছে। তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজমাধ্যমে। বুধবার রাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলার জন্য সিপিএম, বিজেপির মতো বিরোধী দলগুলিকেই দুষলেন তিনি। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের চা-চক্রে রাজভবনে গিয়েছিলেন মমতা। সেখান থেকে বেরিয়েই আরজি করে হামলা প্রসঙ্গে কথা বলেন। সাধারণ মানুষের কাছে তিনি অনুরোধ করেছেন, ভুয়ো ভিডিয়োতে যাতে কেউ বিশ্বাস না করেন।
এআই দিয়ে ভুয়ো ভিডিয়ো! পুলিশকে মেরেছে! হামলা নিয়ে বক্তব্য মমতার
