বনধের বিরোধিতায় নবান্নের বিজ্ঞপ্তি! শুক্রবার ছুটি নিতে পারবেন না কোনও সরকারি কর্মচারী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর হাসপাতালে মধ্যরাতে দুষ্কৃতী হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। পাশাপাশি বিজেপি শুক্রবার একাধিক কর্মসূচি নিয়েছে। এমন পরিস্থিতিতে বনধের বিরুদ্ধে নির্দেশিকা জারি করল নবান্ন।

বৃহস্পতিবার নবান্নের তরফে এক নির্দেশিকায় সরকারি কর্মীদের জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার সরকারি কর্মচারীদের কেউ ছুটি নিতে পারবেন না, বাধ্যতামূলকভাবে অফিসে আসতে হবে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে একথাও জানানো হয়েছে, কেউ ছুটি নিলে তাঁর চাকরি জীবন থেকে একদিন কাটা যাবে।

পরিবহণ দফতরের তরফেও নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধেয় ৬টা পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।

স্বাধীনতার মধ্য রাতে আরজি করে ছাত্রী খুনের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছিল আমজনতা। একেবারে অরাজনৈতিক জনজোয়ার দেখা গেছিল। মূলত মহিলাদের ডাকা কর্মসূচি হলেও সেখানে বহু পুরুষরা সামিল হতে দেখা যায়। এই প্রতিবাদের মাঝেই আরজি করে দুষ্কৃতী হামলা হয়। দাবি অনুযায়ী, পুলিশি ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে অন্তত ২৫-৩০০ জন। ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালে। জরুরি বিভাগ থেকে শুরু করে করিডর সব জায়গা তছনছ করে দেওয়া হয়।

এরই প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে এসইউসিআই। একই দিনে রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, শুক্রবার বেলা দুটো থেকে চারটে পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করবেন তাঁরা। তবে এই প্রতিবাদ হবে প্রতীকী। বিকেলের পর হাতে মোমবাতি নিয়ে মহিলা মোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *