📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে। সরকার চেষ্টা জারি রেখেছে যাতে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ ভারতে আয়োজন করা যায়।’ ১৫ আগস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে দেশকে অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, ‘ভারত ভারতে জি২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছে।
সারা দেশে ২০০টিরও বেশি ইভেন্টের আয়োজন করেছে সেই সময়ে। ভারতের যে বড় ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে ত ইতিমধ্যেই সারা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে। ২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজন করা ভারতের স্বপ্ন, এবং আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।’ এদিন লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের সময় উপস্থিত ছিলেন প্যারিসে পদকজয়ী অ্যাথলিটরাও।
তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। জানান, ‘আমাদের সঙ্গে তাঁরাও রয়েছেন যাঁরা কিছুদিন আগেই অলিম্পিকে ভারতের পতাকাকে উঁচু করে তুলেছেন। ১৪০কোটি দেশবাসীর পক্ষ থেকে, আমি আমাদের সমস্ত ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের অভিনন্দন জানাই।’