নারীদের উপর অত্যাচারে ক্রুদ্ধ জনতা, দ্রুত তদন্ত শেষ করে কড়া শাস্তি দিতে হবে: নরেন্দ্র মোদি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে নারীদের উপর অত্যাচার ও নারীদের সুরক্ষা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখছেন তিনি। ভাষণে নারীদের উপর অত্যাচারের ঘটনায় দ্রুত তদন্ত করে কড়া শাস্তির পরামর্শ দিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদির কথায়, ‘নারীদের উপর অত্যাচারের ঘটনায় আপামর জনতা ক্রুদ্ধ। নারীদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের। নারীদের উপর অত্যাচারের ঘটনার দ্রুত তদন্ত করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে অপরাধের ঘটনা ঘটাতে সকলে ভয় পায়। এই ভয় তৈরি করাটা দরকার। জনতার বিশ্বাস ফিরে পেতে কড়া পদক্ষেপ করতেই হবে।’

error: Content is protected !!