📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে এবার আসরে নামল রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীদের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। পাশাপাশি কর্মবিরতি প্রত্যাহার করারও আহ্বান করলেন তিনি।
আর জি কর-কাণ্ডের জেরে কলকাতার পাশাপাশি জেলায় জেলায় একাধিক সরকারি হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি মোট ৬ দফা দাবি রয়েছে বিক্ষোভকারীদের। এর ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের।
মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, চিকিৎসকদের নিরাপত্তা দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে জুনিয়র ডাক্তাদের আন্দোলন তুলে নেওয়ার আর্জি করেন তিনি। কারণ, সোমবার থেকে কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রোগী ও তাঁদের পরিজনদের।
এদিকে আরজি কর কাণ্ডের জেরে বিক্ষোভ আন্দোলন চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। এর ফলে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রয়েছে। এরই মধ্যে একজন অন্তঃসত্ত্বাকেও ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে অন্যছবি বারাসত হাসপাতালে। সেখানকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল জানিয়েছেন, তাঁরা রোগী ফেরাচ্ছেন না। তাঁর বক্তব্য, রোগীরা খুবই অসহায়, চিকিৎসা না পেয়ে তাদের মধ্যে অনেকেই অসুবিধা পড়বেন। সেই কারণেই চিকিৎসা পরিষেবা চালু রয়েছে সেখানে।

