📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি করের ঘটনার পর কেন সন্দীপ ঘোষকে পুনর্বাসন ? সোমবার সরকারি সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন পড়ুয়াদের। রাজনৈতিক মহলের মতে, শুধু পড়ুয়াদের মধ্যে নয়, এই প্রশ্ন উঠছে প্রশাসনের অন্দর থেকেও। কেন কয়েকদিন অপেক্ষা করা হল না বলেও প্রশ্ন তোলা হয়েছে। প্রশাসনের অন্দরের একাংশের দাবি, অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিয়ে করা সিদ্ধান্তের মধ্যে বেশ তাড়াহুড়ো রয়েছে।
কীসের জন্য এই তাড়াহুড়ো ? কে এই সন্দীপ ঘোষ ?
২০২০ সালে আরজি করের অধ্যক্ষ হিসাবে নিযোগ করা হয় পেশায় অস্থিরোগ বিশেষজ্ঞ সন্দীপ ঘোষকে। সেটাই ছিল অধ্যক্ষ হিসাবে তাঁর প্রথম পোস্টিং। এরআগে মুর্শিদাবাদ এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের MSVP হিসাবে কাজ করেছিলেন তিনি।
গত চার বছর আরজি করের অধ্যক্ষ হিসাবে একাধিক অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তবে, কোনও অভিযোগের কখনও তদন্তের নির্দেশ দেওয়া হয়নি। প্রশ্ন উঠছে এখানেই। স্বাস্থ্যভবন থেকে আরজি করের নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হলেও, অভিযোগ নিজের পদেই রয়ে যান সন্দীপ।
অভিযোগ এই চার বছরে তৃণমূলের প্রাক্তন সাংসদ ও আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি শান্তনু সেনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ধরা পড়েছিল। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি জানিয়েছেন, আরজি করকে তিনি দুর্নীতি-মুক্ত করার চেষ্টা করেছিলেন। আর তাতেই তাঁকে টার্গেট করা হল।