আরজি কর কাণ্ডে কড়া শাস্তি চান সৌরভ, কী বললেন শহরের নিরাপত্তা নিয়ে?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর কাণ্ডে শুধু রাজ্যই নয়। সারা দেশ তোলপাড় হচ্ছে। সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্য়েই একজন গ্রেফতার হয়েছে। তারপরেও এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন তুলছেন ওই হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারাও। চলছে রাজনীতির টানাপড়েনও। এবার ওই ঘটনায় মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। 

এদিন আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে প্রশ্ন করায় তিনি বললেন, ‘খুব দুর্ভাগ্যজনক। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এটা সত্যিই ভয়ানক ঘটনা।’ এর সঙ্গেই নিরাপত্তা আরও আটসাঁট করার পরামর্শ দিয়েছেন তিনি। বলছেন, ‘সব জায়গায় সবকিছু সম্ভব। তাই সেভাবেই সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা তৈরি রাখা উচিত। এটা যে কোনও জায়গায় নেওয়া উচিত- এখানে হাসপাতালে হয়েছে।’ আর জি কর হাসপাতালের ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

তবে এই ঘটনায় সবকিছুকে বিপজ্জনক হিসেবে দেগে দেওয়ার পক্ষে নন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, ‘একটা ঘটনায় সবাইকে, সবকিছুকে নিরাপদ না মনে হওয়াটা ঠিক নয়। এটা একটা ঘটনা, পৃথিবীতে সর্বত্র এমন দুর্ঘটনা ঘটে।’ তাঁর সংযোজন, ‘মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা-ভারতবর্ষে সর্বত্র আছে। ভারত অত্যন্ত ভাল দেশ। পশ্চিমবঙ্গ অত্যন্ত ভাল রাজ্য। ভাল শহরে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু এই ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ করা উচিত।’