বিদেশি মদের পাশাপাশি একলাফে দাম বাড়ছে বাংলারও, পুজোর আগে পকেটে টান সুরাপ্রেমীদের !

p style=”font-size: 18px; text-align: justify;”>📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুজো আসছে । অনেকেই শুরু করে দিয়েছেন শপিং । চলছে পাঁচদিনের প্ল্যানিং প্রোগ্রাম । প্যান্ডেল হপিং তো থাকেই, সেইসঙ্গে চলে রাতভর পার্টি । আর এই সময় মদের চাহিদা থাকে বেশি । প্রত্যেক বছরই রেকর্ড বিক্রি হয় মদের । কিন্তু, এবার নেশায় আগুন ধরাতে পারে মদের দাম । গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, অগাস্টের মাঝামাঝি সময় থেকেই বাড়তে পারে দাম । এবার জানা গিয়েছে, বিদেশি মদের পাশাপাশি দাম বাড়ছে বাংলারও ।

জানা গিয়েছে, বাংলার মদের দাম বোতল পিছু ৫ টাকা করে বাড়তে পারে । এছাড়া, বিদেশি মদের ক্ষেত্রে ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে দাম । জানা গিয়েছে, ৭৫০ এমএল বোতলের দাম ৩০ টাকা, ৩৭৫ এমএল বোতলের দাম ২০ টাকা ও ১৮০ এমএল এর বোতলের দাম ১০ টাকা করে বাড়তে পারে । ফলে একধাক্কায় অনেকটাই দাম বাড়বে উইস্কি, রাম, ভোদকা সব মদের ক্ষেত্রে । যা সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ বলে জানা গিয়েছে । এদিকে, পুরনো দামে মদ কিনতে দোকানে ভিড় বাড়ছে ক্রেতাদের । জানা গিয়েছে, ১৫ অগাস্ট থেকেই নতুন দাম কার্যকর হতে পারে ।

প্রতি বছরই বাজেটের পর নেশার সামগ্রীর দাম বাড়ে। তালিকায় থাকে মদও। এবারও দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দাম বাড়াতে চেয়ে আবগারি দফতরের কাছে যায় মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। এদিকে মদের উপর শুল্ক বাড়াতে চাইছে আবগারি দফতর। রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, গত মাসে মদের দাম বাড়ানো নিয়ে বৈঠকও হয় । সেখানেই দাম বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য, গত অর্থবর্ষে মদ বিক্রিতে রেকর্ড আয় করেছিল রাজ্য। সূত্রের দাবি, মদ ও বিয়ার বিক্রি করে প্রায় ১৮ হাজার কোটি টাকা আয় করেছিল রাজ্য সরকার । এবার শুল্ক বাড়িয়ে এই আয় আরও কিছুটা বাড়াতে চাইছে নবান্ন, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

error: Content is protected !!