আমির খান প্রযোজিত ছবি দেখানো হবে সুপ্রিম কোর্টে, দেখতে আসছেন খোদ প্রধান বিচারপতি


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চলতি বছর মুক্তি পাওয়া একাধিক হিন্দি ছবির মধ্যে একটি ছবি নিয়েই সর্বত্র চর্চা হয়েছে। তা হল ‘লাপাতা লেডিজ’। আমির খান প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত এই ছবি দর্শকদের মন জয় করে নিয়েছে। বক্স অফিসের নিরিখে কোনও ‘ক্লাব’ না ছুঁতে পারলেও, সিনেমাপ্রেমীরা ফুল মার্কস দিয়েছেন এই ছবিকে। সেই ‘লাপাতা লেডিজ’ এবার দেখানো হবে সুপ্রিম কোর্টে! শুক্রবার ছবি দেখতে আসছেন খোদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ৭৫ বছর উপলক্ষে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যেই একটি হল এই সিনেমা প্রদর্শন। ‘লাপাতা লেডিস’ আসলে নারীশক্তির গল্প বলে, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলে। তাই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতেই দেখানো হবে এই ছবি। জানা গেছে, অভিনেতা-প্রযোজক আমির খান এবং তাঁর টিমও শুক্রবার সুপ্রিম কোর্টে আসতে পারেন।