নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাত ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকল। তাদের এই দলটিও দারুণ চনমনে। আইএসএলের রিজার্ভ বেঞ্চ তৈরি রাখছেন বিনো। তিনি সেদিক থেকে সফলই বলা যায়। কারণ এই দলের বহু তারকাই সিনিয়র দলে খেলার যোগ্য।
দলের কোচ বিনো ম্যাচ শেষে বলেছেন, ছেলেরা গোলের অনেক সুযোগ পাচ্ছে, সেগুলি কাজে লাগাতে পারলে জয়ের ব্যবধান বাড়ত। তবে সুপার সিক্সে নিশ্চিত হয়ে গিয়েছে, এটাতেই অনেক স্বস্তি। লাল হলুদের পরবর্তী ম্যাচ ভবানীপুরের বিরুদ্ধে ১২ অগস্ট।
লিগে দারুণ ছন্দে ইস্টবেঙ্গল। তারা ৩-০ গোলে হারিয়েছে ইস্টার্ন রেলকে। ডুরান্ড কাপের মতোই লিগেও ভাল খেলছে লাল হলুদ দল। এদিনের ম্যাচে সারাক্ষণ চাপ বজায় রেখেছিল বিনো জর্জের দল। রেল আগে ছিল জায়ান্টকিলার, সেই ধার এখন আর নেই।
ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের ৩২ মিনিটে গোল করে এগিয়ে দেন মহম্মদ মুশারফ। দ্বিতীয় গোল আসে ৪২ মিনিটে, বিপক্ষের পেনাল্টি বক্সের মাথা থেকে জোরালো শটে গোল করেন আমন সিকে। ম্যাচের ৭২ মিনিটে দলের হয়ে শেষ গোল করেন জেসিন টিকে। ডান প্রান্ত থেকে দৌড়ে এসে বিপক্ষ ডিফেন্ডারকে ডজ করে একক প্রচেষ্টায় বল জালে রাখেন জেসিন। গোলের শেষ পাস দেন অবশ্য সুমন।