📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর ও দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের ৫টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাবাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেই ঘূর্ণাবর্ত এখন সরে এসে ঝাড়খণ্ড ও ওড়িশা এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিরও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
তবে শনি ও রবিবার সব রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ইলশেগুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী সপ্তাহে কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।