📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বালেশ্বর, চক্রধরপুর, রাঙাপানি। বারবার দুর্ঘটনার মুখে রেল। কাঞ্চনজঙ্ঘা ফের লাইনচ্যুত মালগাড়ি। আতঙ্ক ছড়াল এলাকা জুড়ে। নর্থইস্ট ফরেন্টিয়ার রেলের কাটিহার ডিভিশনের কুমেদপুর জংশনের কাছে লাইনচ্যুত হয় মাল গাড়ির পাঁচটি বগি।
রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাটিয়ার যাচ্ছিল। সেই সময় মালদা জেলার কুমেদপুর জংশনের কাছে ডাউন লাইনে মাল গাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাই ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।
গত প্রায় এক মাসে ভারতীয় রেলের একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। কখনও প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন আবার কখনও মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। রাঙাপানিতে ট্রেন বেলাইন হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কাটিহার ডিভিশনের অধীনে কুমেদপুর জংশনে দুর্ঘটনার কবলে মালগাড়ি। এবার লাইনচ্যুত পাঁচটি বগি।