📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বঙ্গ রাজনীতিতে যেন সমার্থক ছিলেন বুদ্ধ-বিমান। বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে যাতায়াত ছিল বিমান বসুর। ফোনে কথা না বলে সামনে কথা বলতেই পছন্দ করতেন। বৃহস্পতিবার সকালে বন্ধুকে হারিয়ে মন ভারাক্রান্ত বিমান বসুর।
রাজ্যের বাম আন্দোলনে প্রমোদ দাশগুপ্তের যে পাঁচজন তরুণকে তুলে এনেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সুভাষ চক্রবর্তী, নিরুপম সেন, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু ও অনিল বিশ্বাস। এই পাঁচজনের রয়ে গেলেন বিমান বসু। বৃহস্পতিবার সকালে খবর পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে কিছু বলার অবস্থায় ছিলেন না বর্ষীয়াণ বামফ্রন্ট নেতা। তিনি বলেন, “দীর্ঘদিন মানুষের স্বার্থে কাজ করেছেন। দলের জন্য কাজ করেছেন। ক্ষতি তো হবেই। বন্ধু চলে গেলে ক্ষতি তো হবেই।”
বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। খবর পেয়েই তাঁর বাড়িতে ছুটে যান বাম নেতারা।