📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ সম্মান জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাম অ্যাভিনিউ-এর বাড়িতে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। ১১টা নাগাদ সেখানে যান তিনি। এরপর একটি আদিবাসী অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি।
বুদ্ধদেববাবুর বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নন্দন বা রবীন্দ্র সদনে রাখা হোক। পাশাপাশি স্ত্রী ও সন্তানের প্রতি সমবেদনা জানান তিনি। তিনি বলেন, “আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে তাকে শেষ বিদায় দেওয়া হবে। আমি দলের সঙ্গে কথা বলছি। চাইলে তাঁরা দেহ রবীন্দ্র সদনে ও নন্দনে রাখা যেতে পারে। তাঁর মৃত্যু এরাজ্যের জন্য বড় ক্ষতি। আমি তাঁর দলকেও বলেছি তাঁর দেহ বিধানসভাতেও নিয়ে আসতে। তিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়াও নানান দফতরের দায়িত্বেও ছিলেন। তিনি অসুস্থতার কারণে যতবার হাসপাতালে ভর্তি হয়েছেন আমি ততবার দেখতে গিয়েছে। উনি সুস্থ হয়ে ফিরে এসেছে এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। মীরা বৌদি জানালেন আজ ব্রেকফাস্ট করেছিলেন। তারপরেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। আমি তাঁর পরিবার, তাঁর সন্তান, মীরা বৌদি এবং তাঁর দলের নেতা নেত্রী ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওনার অনেক কন্ট্রিবিউশন রয়েছেন। আসুন আমরা ওনার জন্য প্রার্থণা করি। একজন মানুষ মারা গেলে শেষ হয়ে যায় না। তাঁর কাজের মাধ্যমে বেঁচে থাকেন। আমি যখনই ওনার বাড়িতে আসতাম, যখন উনি সুস্থ ছিলেন তখন অনেক গল্প করতেন। আজ সেসব বলার দিন নয়।”
এর আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন মুখ্যমন্ত্রী। মমতা লেখেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। বিগত কয়েক দশক ধরেই দুজনের মধ্যে পরিচিত ছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের এবং তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্যের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্য়াভিনিউ-এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে সেখানে পৌঁছন তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। শুক্রবার তাঁর দেহ দান করা হবে বলে জানিয়েছেন মহম্মদ সেলিম।
এদিকে প্রয়াণের খবর পেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্য়াভিনিউ-এর বাড়িতে ভিড় জমান দলের নেতা, কর্মী ও সমর্থকরা। বাড়ি থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। বৃহস্পতিবার সেখানেই থাকবে তাঁর দেহ।