📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেশকিছু দিন ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। জানান, এদিন ভোর থেকে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। সকাল ৮টা ২০ মিনিটে তিনি প্রয়াত হন।
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য
