পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় রদবদল, নিজের হাতেই কারা দফতর রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় রদবদল। একাধিক দফতরের হাতবদল করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নিজের হাতেও রেখেছেন একটি দফতর।

সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। সূত্রের খবর, এর জন্য নবান্নে একাধিক বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী। ১৫ অগাস্টের মধ্যে সেই রদবলের সম্ভাবনা ছিল বলে জানা গিয়েছিল। বুধবারই তা সত্যি হল। একাধিক মন্ত্রিসভার হাতবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্থ ভৌমিকের সেচ দফতরের দায়িত্ব পেলেন মানস ভুঁইয়া। তবে জলসম্পদ ও উন্নয়ন দফতরের দায়িত্বও রয়েছে তার উপর। এর পাশাপাশি অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এর সঙ্গে পরিবেশ দফতরেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্ব ছিলেন বাবুল সুপ্রিয়। তাঁকে শিল্প পুনর্গঠন দফতরেরও দায়িত্ব দেওয়া হল।

অন্যদিকে কারা দফতরের দায়িত্বে ছিলেন অখিল গিরি। সম্প্রতি মহিলা আধিকারিককে অপমান করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার পর পদত্যাগ করেন অখিল। তাঁর ছেড়ে যাওয়া পদের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

নবান্ন সূত্রে খবর, ১৭ জুলাই মন্ত্রিসভায় রদবদলের জন্য রাজ্যপালের অনুমতি চাইতে রাজভবনে ফাইল পাঠিয়েছিল নবান্ন। মঙ্গলবার সেই প্রস্তাবে শিলমোহর দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবশেষে বুধবার মন্ত্রিসভার রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।