📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যজুড়ে বৃষ্টি আপাতত চলবে। উত্তর থেকে দক্ষিণের জেলা, কোনও অংশই বাদ যাবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরে ফের দুর্ভোগ বাড়বে। প্রায় সব জেলায় ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানান হয়েছে। মূলত কোন কোন জেলায় বৃষ্টি হবে?
হাওয়া অফিস বলছে, মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাও ভাসবে আগামী কয়েকদিন। বুধবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা।এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা নিম্নচাপের মধ্যে দিয়ে উত্তর-পূর্ব রাজস্থান হয়ে জামশেদপুর থেকে কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরেই আবহাওয়ার এই পরিস্থিতি। মূলত, মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণবঙ্গে।