গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনার আয়োজন, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ২২ শ্রাবণ পালন বিশ্বভারতীতে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ প্রয়াত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বুধবার প্রথা মেনে ভোরবেলায় গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনা এবং কবিকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাইশে শ্রাবণ পালিত হল বিশ্বভারতীতে।

কবিগুরুর প্রয়াণ দিবসে বিশেষ উপাসনায় উপস্থিতি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডস, শিক্ষক, কর্মী, পড়ুয়া, আশ্রমিকরা। এদিন সঙ্গীত পরিবেশন, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে বিশ্বকবিকে স্মরণ করা হয়। এরপরে উপাসনাগৃহে ‘আগুনের পরশমণি…’ গেয়ে শোভাযাত্রা করে উদয়নগৃহে পৌঁছে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো হয়। রবি ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিশ্বভারতীর উপাচার্য, সহ অনান্যরা। 

১৩৪৯ বঙ্গাব্দ থেকেই ২২ শ্রাবণ দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয়ে আসছে শান্তিনিকেতনে। জীবদ্দশায় কবি বহুবার পালন করেছেন বৃক্ষরোপণ উৎসব। ১৩৩২ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ, নিজের জন্মদিনে উত্তরায়ণের উত্তরে কবি পঞ্চবটী প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর মৃত্যুর পর থেকে সেই বৃক্ষরোপণের দিন স্থির হয়ে যায় বাইশে শ্রাবণে। এবছরও বৃক্ষরোপণের পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার  শ্রীনিকেতন মেলার মাঠে হলকর্ষণ উৎসব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *