মরশুমের সেরা পারফরম্যান্স, ফাইনালে উঠলেন নীরজ চোপড়া

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্যারিস অলিম্পিকের প্রথম দিনই দুরন্ত পারফরম্যান্স নীরজ চোপড়ার। এই মরশুমের অন্যতম সেরা স্কোর তুলে ফাইনালে উঠলেন তিনি। স্টকহোম ডায়মন্ড লিগের রেকর্ডের পরই থাকবে নীরজের এই থ্রো। যদিও গ্রুপ-এ থেকে ছিটকে গেলেন ভারতের আরেক প্রতিনিধি কিশোর জেনা।

এবা প্যারিস অলিম্পিকের আগে নিজেকে অনেক বেশি প্রস্তুত করেছিলেন নীরজ। কয়েকমাস আগে চোট ছিল নীরজের। যদিও নীরজ নিজে জানান, অলিম্পিকের আগে তিনি নিজেকে সবরকম ভাবে তৈরি করে নেবেন। এদিন স্টাদ দ্য ফ্রান্সে নীরজ প্রথম বারের প্রচেষ্টাতেই স্কোর করলেন ৮৯.৩৪ মিটার। যা এই মরশুমে এখনও পর্যন্ত সর্বোচ্চ। নীরজের পরই আছেন গ্রেনেডার অ্যান্ডারসন পিটার্স। তিন নম্বরে পাকিস্তানের আর্শাদ নাদিম।

নীরজের সেরা পারফরম্যান্স

ডায়মন্ড লিগ, ২০২২

২০২২ সালে ৩০ জুন। সুইডেনে স্টকহোম ডায়মন্ড লিগে নীরজের স্কোর ছিল ৮৯.৯৪ মিটার। সেবার সোনা জিতেছিলেন তিনি। ওটাই এখনও পর্যন্ত নীরজের সেরা পারফরম্যান্স।

প্যারিস অলিম্পিক ২০২৪

মঙ্গলবার প্যারিস অলিম্পিকে নিজের রেকর্ড না ভাঙতে পারলেও, এই মরশুমের সেরা পারফরম্যান্স করলেন নীরজ। তাঁর স্কোর ৮৯.৩৪ মিটার।

পাভো নুরমি গেমস

২০২২ সালে এই টুর্নামেন্ট ৮৯.৩০ মিটার থ্রো করেছিলেন নীরজ চোপড়া।

লুসেন ডায়মন্ড লিগ

২০২২ সালে লুসেন ডায়মন্ড লিগে নীরজের স্কোর ছিল ৮৯.০৮ মিটার।

এশিয়ান গেমস

গতবছর এশিয়ান গেমসে নিজের ব্যক্তিগত রেকর্ড না ভাঙতে পারলেও অনেকটাই স্কোর করেন নীরজ। হ্যাংঝৌ-তে সেবার তাঁর থ্রো ডিসট্যান্স ছিল ৮৮.৮৮ মিটার।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

২০২৩ সালে বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজের থ্রো ডিসট্যান্স ছিল ৮৮.৭৭ মিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *