বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশের বিদেশমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিমানবন্দরে আটকে দেওয়া হল বাংলাদেশের আর এক প্রাক্তন মন্ত্রীকে। তিনি হাছান মাহমুদ। তিনি ছিলেন শেখ হাসিনার মন্ত্রিসভার বিদেশমন্ত্রী। মঙ্গলবার বিকালে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে আটকে দেয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তিনিই প্রথম সদ্য প্রাক্তন মন্ত্রী যাঁকে গ্রেফতার করা হল।

সোমবার শেখ প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকেই বেপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী।মঙ্গলবারই দেশ ছাড়তে পারেননি বাংলাদেশের আর এক সদ্য প্রাক্তন মন্ত্রী। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় শেখ হাসিনার জমানার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। দুই সহকারীকে নিয়ে মঙ্গলবার তিন বিমানবন্দরে যান। কিন্তু বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন বিভাগ তাঁদের আটকে দেয়। ওই মন্ত্রী দিল্লি আসার চেষ্টা করছিলেন।

মনে করা হচ্ছে আওয়ামী লিগের অন্যান্য নেতাদের মতো তিনিও চেষ্টা করছিলেন উদ্ভুত পরিস্থিতিতে দেশ ছাড়তে। ছাত্রদের আন্দোলনে আওয়ামী লিগের যে নেতারা সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন পলক তাঁদের অন্যতম। আন্দোলন দমনে তাঁর বিরুদ্ধে বারে বারে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। আবার গোটা দেশে ইন্টারনেট বন্ধ থাকার সময় তাঁর ফেসবুক সচল থাকা নিয়েও প্রশ্ন ওঠে।