📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশে অন্তর্বতী সরকার গঠন করা হবে। এবং দেশ চালানোর দায়িত্ব থাকবে সেনাবাহিনীর উপর। জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামান। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠারও আহ্বাণ দিয়েছেন তিনি।
এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। সংবাদসংস্থা AFP-র দাবি, নিরাপদ আশ্রয়ের উদ্দেশে অন্যত্র যাচ্ছেন তিনি। যদিও হাসিনা কোথায় যাচ্ছেন সেবিষয়ে নির্দিষ্ট করে তথ্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা।
আন্তর্জাতিক সংবাদমাধ্য BBC জানিয়েছে, শেখ হাসিনা দেশ ছাড়তেই গণ ভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। প্রায় কয়েক হাজার আন্দোলনকারী সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া হয় বলেও খবর।