📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলা থেকে গভীর নিম্নচাপ সরে গিয়েছে। তা সত্ত্বেও সোমবার থেকে দুই বঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার সপ্তাহের শুরুর দিনেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার উত্তর ২৪ পরগনা ছাড়া বাকি চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়াতেও। যা চলতে পারে বুধবার পর্যন্ত। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বাড়তি সতর্কতা না থাকলেও আবহাওয়া দফতর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গের সবক’টি জেলাতেই রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। সোমবার থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই পাঁচ জেলাতেই মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের তিন জেলা— জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার পর্যন্ত।