📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার বিকাল বেলা হঠাৎ কালীঘাটে মুখ্যমন্ত্রীর পাড়ায় পৌছান আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিউয়ারি। গাড়ি থেকে নেমে, পায়ে হেঁটে ৫০ থেকে ৬০ জন অনুগামীকে সাথে নিয়ে পৌছান লক্ষী নারায়ন শিল্পালয়ে।

গত বছর থেকে কলকাতায় মহাআড়ম্বরে গনেশ পুজোর আয়োজন করছেন জিতেন্দ্র তিউয়ারি। গত বছর তার পুজোর উদ্বোধন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার গনেশ পুজোর ঠাকুর বায়না করতেই কালীঘাট পটুয়া পাড়ায় এসেছিলেন জিতেন্দ্র। এই প্রসঙ্গে শিল্পী প্রদীপ চিত্রকর বলেন – গত বছরও এই পুজোর ঠাকুর আমি করেছিলাম। আগের বছরের থেকে এই বছর আরো বড় করে পুজো আয়োজিত হচ্ছে। গত বছরের তুলনায়, আরো বড় মূর্তি বায়না করা হয়েছে।