📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিগ বস ওটিটি সিজন ৩-এর বিজেতা ঘোষিত হলেন সানা মকবুল । সানা পেলেন বিগ বসের ট্রফি আর ২৫ লাখ টাকা। দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের পরে, বিগ বস-এর ট্রফি হাতে পেয়ে উচ্ছ্বসিত সানা। এদিন কালো পোশাকে সেজেছিলেন তিনি। জয়ের পরে, এই জয়ের কৃতিত্ব নাজ়ীকে দিতে চান সানা মকবুল। তিনি বলেন, ‘নাজ়ী-র আমার ওপর বিশ্বাস ছিল।’
বিগ বসের ঘরে শুরুর দিন থেকেই যথেষ্ট যোগ্য প্রতিযোগী ছিলেন সানা। বারে বারেই দর্শকদের কাছে ভোট পেয়েছেন তিনি। বিতর্কে জড়িয়েছেন, বেরিয়েও এসেছেন সেই সমস্ত বিতর্ক থেকে। ঘরের সবার সঙ্গেই সম্পর্ক বজায় রেখে চলতেন সানা। তাঁর খেলা দেখে দর্শকেরাও বিনোদন পেত বলেই প্রত্যেকবার এত ভোট পেয়েছেন সানা। তাঁকে যখনই কোনও কাজ দেওয়া হত, সঠিকভাবে পালন করতেন সানা। বিগ বসের ঘরে সানার বন্ধু ছিল নাজ়ী। জয়ের পরে, জয়ের কৃতিত্ব নাজ়ীকেই দিতে চাইলেন সানা। অন্যদিকে, ৪২ দিনের এই সফরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন নাজ়ী। এদিন সানা ও নাজ়ীর এই ঘরে আসা, সময় কাটানো বিভিন্ন মুহূর্তকে ফিরে দেখানো হয় বিগ বস-এ পর্দায়। সেই দেখে আবেগপ্রবণ হন সবাই। রণবীর শোরে (Ranvir Shorey) এই শো-তে ‘ডাব্বা বয়’-এর তকমা পান তিনি।
এই শো-তে ফাইনালিস্ট হিসেবে ছিলেন, সানা মকবুল ও নাজী, রণবীর শোরে, কৃতি মালিক, সাই কেতন রাও। তবে এই সপ্তাহের শুরুর দিকেই মিড উইক সারপ্রাইজ এলিমিশনে বেরিয়ে যেতে হয়েছে আরমান মালিককে। লভকেশকে জেতানোর জন্য তাঁর হয়ে প্রচার করেছিলেন এলভিশ যাদব। লভকেশ ও এলভিস যাদব বন্ধু। কিন্তু শো-এর মধ্যেই বেরিয়ে যেতে হয়েছে লভকেশকে। সদ্য এই শো থেকেই বিতর্ক শুরু হয়েছিল আরমান মালিক ও তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে।