📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী শিক্ষাবর্ষ থেকে একটি বই দশম শ্রেণির পড়ুয়াদের পড়তেই হবে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই এই বিষয়ে জানিয়ে দিয়েছে। যদিও এই বইটিকে কোনও সিলেবাস বা পরীক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। কিন্তু পড়ুয়াদের কাছে এই বইটির গুরুত্ব অপরিসীম মনে করেই তা আবশ্যিক করা হচ্ছে। সেই বইটি হল নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা ‘তরুণের স্বপ্ন’।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ইচ্ছা ছিল এই বইটি যাতে পড়ুয়ারা পড়তে পারে। গত জানুয়ারি মাসে সরকারি এক অনুষ্ঠানে এই নিয়ে তিনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবকে অনুরোধ করেছিলেন। তারপরই এই বইটিকে দশম শ্রেণির পাঠ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষামহলের একাংশ এই সিদ্ধান্তে খুশি হয়েছেন। তাঁরা বলছেন, নেতাজির লেখা এই বই পড়লে পড়ুয়ারা ভীষণভাবে লাভবান হবে। তাঁদের মধ্যে মূল্যবোধ, দেশাত্মবোধ, আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে এই বই।