অগ্নিকাণ্ডের ক্ষত সারিয়ে খুলছে অ্যাক্রোপলিস মল! কবে থেকে? জানাল সংস্থা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেড় মাসের ব্যবধানে ফের খুলতে চলেছে দক্ষিণ কলকাতার জনপ্রিয় অ্যাক্রোপলিস মল। গত ১৪ জুন কসবার এই মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকে বন্ধ ছিল মল।

মঙ্গলবার এক বিবৃতিতে অ্যাক্রোপলিস মলের তরফে জানানো হয়েছে, আগামী ৩ অগস্ট থেকে মলের ৯০ শতাংশ দোকান চালু হয়ে যাবে। যার মধ্যে রয়েছে ফুড কোর্টও। তবে হপিপোলা, চিলিস, টাইম জোন ইত্যাদি এখনই খুলবে না। মল কর্তৃপক্ষের দাবি, দক্ষিণ কলকাতার অন্যতম বৃহৎ এই মলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। মলের মধ্যে রয়েছে ১১০টিরও বেশি আউটলেট। অগ্নিকাণ্ডের জেরে রাতারাতি সেগুলি বন্ধ হয়ে যায়।

অগ্নিকাণ্ডের জেরে মলের বিস্তর ক্ষতি হয়েছিল। সবদিক খতিয়ে দেখার পর গত ২৫ জুন দমকলের তরফে শপিং মলে বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হয়। এরপরই শুরু হয় মেরামতির কাজ। জানা গেছে, গত ২৯ জুলাই মল খোলার বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে দমকল বিভাগ।

error: Content is protected !!