📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার আরও দু’জন। তাঁরা হলেন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমান। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতের হাজিরা দিয়েছিলেন তাঁরা। প্রায় ১৪ ঘণ্টা তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে।
গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি। সেই সূত্রে ওই মামলায় ধৃত বাকিবুর রহমান ঘনিষ্ঠ দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুরকেও সিজিও কমপ্লেক্সে তলব করে তাঁরা। একই সঙ্গে বাকিবুরের আত্মীয় আলিফ নুর যিনি আবার আনিসুরের ভাই, তাঁকেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে তাঁদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য আনিসুর স্পষ্ট বলেছিলেন, “আমি কোনও ব্যবসার মধ্যে ছিলাম না। আমি রাজনীতি করি। রাজনীতি বুঝি।” তবে বসিরহাট, বারাসত, রাজারহাটের একাধিক অফিস, ফ্ল্যাটে অভিযান চালিয়ে একাধিক নথি হাতে এসেছে বলে দাবি ইডির। এমনকী তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা ও সোনার বিস্কুট। সেসবের উৎস জানতে চান তদন্তকারীরা। যার উত্তর মেলেনি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। চলতি সপ্তাহে আবার এই মামলার তদন্তে রাজ্যের অন্তত ১০টি জায়গায় হানা দেয় ইডি। তবে তাঁদের মূল নজর ছিল জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের দিকে। বাড়ি, তাঁর বাড়ির পাশের একটি রাইস মিলসহ, বারাসত, বসিরহাটের একাধিক ঠিকানায় চলেছে তল্লাশি অভিযান।

