📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের ব্যহত লোকাল ট্রেন পরিষেবা । বুধবারই ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখার যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল । এবার বৃহস্পতিবার শিয়াহলদহ উত্তর শাখাতেও সকাল থেকে ট্রেন চলাচল ব্যহত রয়েছে । জানা গিয়েছে, বনগাঁ-শিয়ালদহ শাখায় সকাল সাড়ে ৭টার পর আর একটাও ট্রেন চলেনি । সিগন্যালিংয়ের সমস্যার জেরেই পরিবষেবা ব্যহত হয়েছে বলে খবর ।
বৃষ্টি ভেজা সকাল । তার উপর অফিস টাইম । কারও সকাল ১০ টায় অফিস, কারও ৯টায় । বাড়ি থেকে সময় মতো বেরোলেও, কর্মস্থলে পৌঁছতে পারেননি অনেকেই । বনগাঁতেই দাঁড়িয়ে ট্রেন । দুই থেকে তিন ঘণ্টা ধরে ট্রেনে অপেক্ষা করছেন অনেকে । কখন পরিষেবা স্বাভাবিক হবে কেউ জানেনা । ট্রেন পরিষেবা ব্যহত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা । এদিকে, রেলের তরফে জানানো হয়েছে, কাজ চলছে । দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করা হবে ।
দমদমে কাজের জন্য এর আগেও শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন পরিষেবা ব্যহত হয়েছে । দিনের পর দিন ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের । অন্যদিকে, শিয়ালদহ দক্ষিণ শাখায় বুধবারই ডায়মন্ড হারবার, মগরাহাট সহ একাধিক স্টেশনে বিক্ষোভ দেখিয়েছিলেন যাত্রীরা । প্রায় ৫ ঘণ্টা ধরে চলেছিল অবরোধ । ট্রেন বাতিল, দেরি করে আসা…ইত্যাদি অভিযোগ তুলে বিক্ষোভ দেখান যাত্রীরা । তার জেরে সমস্যায় পড়তে হয়েছিল যাত্রীদের। বৃহস্পতিবার আবারও একটা সমস্যা । এইভাবে আর কতদিন চলবে, রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা ।