📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবায় রদবদল। অরেঞ্জ লাইনে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। প্রথম ও শেষ মেট্রোর সময়ও বদলানো হয়েছে। মঙ্গলবার এমনই জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেল জানিয়েছে, আগে এই অরেঞ্জ লাইনে আপ ও ডাউন মিলিয়ে ৪৮টি মেট্রো চলত। আগামী ৫ অগাস্ট থেকে সেই সংখ্যা বাড়ছে। দুদিকেই প্রথম মেট্রো ছাড়ত সকাল ৯টায়ষ ৫ অগাস্ট থেকে এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৮টা থেকে। বিকেল ৪টে ৪০-এ শেষ মেট্রো চলত। সেই সময় বাড়িয়ে করা হয়েছে রাত ৮টা।
নিউ গড়িয়া ও রুবির মতো দুই ব্যস্ততম এলাকায় যাত্রীদের সুবিধা দিতেই মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সোম থেকে শুক্র এই লাইনে মেট্রো চলত। নতুন নিয়ম অনুযায়ী, শনিবারও এবার ৭৪টি আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আপাতত রবিবার বন্ধ থাকবে সব ধরনের পরিষেবা।
কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতাবাসীর সুবিধার কথা ভেবেই মেট্রোরেল চলে। অনেকদিন ধরেই অরেঞ্জ লাইনে পরিষেবা বৃদ্ধির আবেদন ছিল। বেশ কয়েকটি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানও আছে। তাই প্রতিদিনই অনেক লোক যাতায়াত করেন। তাই এই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।