ইতিহাস মাথায় ছিল না মনুর, কোচ যশপাল তিনবছর বেতন পাননি! আক্ষেপ পদকজয়ী কোচের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এক যুগ নয়, পাক্কা ১২৪ বছর পরে নয়া রেকর্ড গড়লেন মনু ভাকের। ১৯০০ সালে নর্মান প্রিচার্ড একই অলিম্পিক্সে দুটি রুপো জিতেছিলেন। কিন্তু তিনি ছিলেন ব্রিটিশ। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে কোনও ক্রীড়াবিদ ভারতের হয়ে একই অলিম্পিক্সে জোড়া পদক জিততে পারেননি, সেই ইতিহাস গড়েও নির্লিপ্ত মনু। ২২ বছরের তরুণী খেলা শেষে দর্শকদের উদ্দেশে নমস্কার করে কৃতজ্ঞতা জানিয়েছেন।

সঙ্গী সরবজ্যোতকে নিয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে মনু বলেছেন, ইতিহাস গড়েছি, এটা মাথাতেই ছিল না। আমরা শুধু নিজেদের বলেছিলাম, ইভেন্টের দিন সেরাটা দেব, তারপর যা হওয়ার হবে!

মনু আরও বলেছেন, দেশের মানুষের আশীর্বাদ ছাড়া এই পদক জয় সম্ভব ছিল না। আমি দেশের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই। একটা বড় কাজে তখনই সফল হবেন, যখন সবাই আপনার পাশে থাকবে।

মনু যখন এই কথা বলছেন, সেইসময় পাশে দাঁড়িয়ে চোখের জল মুছছিলেন যশপাল রাণা। তিনিও অলিম্পিক্স শুটার, তাঁরও বহু রেকর্ড ঝুলিতে রয়েছে। তিনি আজ তৃপ্ত। শুধু বলেছেন, আজ মনুই আমাদের হিরো। আমি শুধু পাশে থেকেছি, আজ ওর বলার দিন।

ছাত্রীর সাফল্যে নিজে কৃতিত্ব নিতে নারাজ। শুধু দুঃখ করছিলেন, এখনও ভাল কোনও চাকরি আমার হাতে নেই। তিনবছর আমি বেতন ছাড়া কাজ করে গিয়েছি।

একটি প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনুর ব্যক্তিগত কোচ আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, চারবছর আগে টোকিও অলিম্পিক্সে মনু ব্যর্থ হওয়ার পরে সবাই আমাকে ভিলেন বানিয়েছিল। সবাই জানায় যে, আমার জন্যই মনু পদক পায়নি, কিন্তু কথাটি ঠিক নয়। কিছু বিষয় থাকে, যেগুলি আমাদের হাতে থাকে না। সেটাই হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *