📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রশান্ত কিশোরের ‘জন সুরজ অভিযান’ এ বার রাজনৈতিক দল হিসাবে উন্নীত হতে চলেছে। আগামী ২ অক্টোবর (গান্ধী জয়ন্তীতে) আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করা হবে ‘জন সুরজ অভিযান’-কে। নাম দেওয়া হবে ‘জন সুরজ’ দল। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশান্ত। রবিবার পটনায় বাপু সভাঘরে এক বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ‘জন সুরজ অভিযান’-এর জেলা স্তরের পদাধিকারীরা। আগামী বছরেই বিহারে বিধানসভা ভোট রয়েছে। তার আগে প্রশান্তের ‘জন সুরজ অভিযানকে’ রাজনৈতিক দলে উন্নীত করার সিদ্ধান্ত ঘিরে চর্চা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে।
রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে আগামী কয়েক সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রশান্তর। ‘জন সুরজ অভিযান’-এর পদাধিকারীদের নিয়ে রাজ্য স্তরের আটটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা, নেতৃত্বের পরিকাঠামো তৈরি করা, দলের গঠনতন্ত্রের খসড়া তৈরি করা-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকগুলিতে।