নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ! দেবের টুইটে জট কাটার ইঙ্গিত, বুধবার থেকেই শুটিং শুরু?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টালিগঞ্জের অচলাবস্থা কি কাটতে চলেছে? মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি টুইট করে সেরকমই ইঙ্গিত দিলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে দেব লিখেছেন, সন্ধের মধ্যেই সমস্ত জট কেটে যাবে, আশা করা হচ্ছে, বুধবার থেকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনার কথাও লিখেছেন দেব। তবে, এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি কোনও, টেকনিশিয়ানদের তরফেও এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

পরিচালক-টেকনিশিয়ানদের দ্বন্দ্বের জেরে বিগত বেশ কয়েকদিন ধরে টালিগঞ্জে শুটিং বন্ধ রয়েছে। অচলাবস্থা কাটাতে এবার পরিচালক-অভিনেতদের একাংশ দ্বারস্থ হলেন নবান্নে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরিচালক গৌতম ঘোষ, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসরা ছিলেন সেখানে।

কুণাল ঘোষের গল্প অবলম্বনেই বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে তৈরি হওয়া ‘লহু’ সিরিজটি পরিচালনা করছেন রাহুল। সিরিজ়ের শুটিং হওয়ার কথা ছিল এ পার বাংলাতেই। খরচ বেশি হওয়ার কারণে শেষমেশ শুটিং হয় বাংলাদেশেই। ফেডারেশনকে না জানিয়ে রাহুল শুটিং করে এসেছেন বাংলাদেশেই। এই কারণ দেখিয়েই রাহুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে সাসপেন্ড করা হয়, পরে সাসপেনশন তুলে নেওয়া হলেও টেকনিশিয়ানরা রাহুলের উপ্সথিতিতে কাজ করতে অস্বীকার করলেই স্টুডিও পাড়ায় অচলাবস্থা শুরু হয়েছিল।

সোমবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই ইস্যুতে বৈঠক করেছিলেন পরিচালকদের একাংশ। কীভাবে খুব দ্রুত সকলকে নিয়ে কাজে ফেরা যায়, সেই নিয়েই আলোচনা হয়।

error: Content is protected !!