📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আইপিএল চলাকালীন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। যদিও অল্প সময়ে হাসপাতালে রাখার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার দেশে নয়, চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিতে হল কিং খানকে। চোখের সমস্যায় জেরবার তিনি।
সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে চোখের অস্ত্রোপচার করাতে পারেন শাহরুখ খান। সেই জন্য ইতিমধ্যেই আমেরিকা উড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। সূত্রের খবর, সোমবারই মুম্বইয়ের একটি হাসপাতালে চোখের চিকিৎসার জন্য গেছিলেন বাদশা। কিন্তু সেখানে গিয়ে তিনি লাভ পাননি। মূল সমস্যার সমাধানের জন্যই তাঁকে বিদেশে যেতে হচ্ছে বলে খবর।
গত মে মাসেই আমদাবাদে আইপিএলের ম্যাচ দেখতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের কার্যত দুরমুশ করে ফাইনালে চলে যায় নাইটরা। তবে ম্যাচ জয়ের পর শাহরুখ খানকে চিরাচরিত সেলিব্রেশন করতে দেখা যায়নি। তারপরেই জানা যায়, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
সেই ঘটনার পর মাঝে সুস্থই ছিলেন বাদশা। মুকেশ আম্বানির ছেলে অনন্ত এবং রাধিকায় বিয়ের সব অনুষ্ঠানে তাঁকে সপরিবারেই দেখা গেছিল। সম্প্রতি ফারহা খানের মায়ের শেষকৃত্যেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তাঁর চোখে ছিল সানগ্লাস। এখন জানা গেল, চোখের কোনও সমস্যার কারণেই তিনি তা পরছেন। যদিও অভিনেতার চোখে ঠিক কী সমস্যা হয়েছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি।