📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভা ভোটের পর নতুন করে ফের মাথাচাড়া দেয় বাংলা ভাগের দাবি। বিশেষকরে রাজ্যসভায় এই দাবি করেছেন বিজেপির সাংসদ অনন্ত মহারাজ। এমনকী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, উত্তরবঙ্গের আট জেলাকে অবিলম্বে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে মিশিয়ে দেওয়া হোক। এরপরেই দাবি উঠেছিল পশ্চিমবঙ্গের চার জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভা এসে ফের বাংলা ভাগের দাবি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, কেউ আসুক বাংলা ভাগ করতে, দেখা যাবে কার কত দম।
এদিন বিধানসভায় হাজির হয়ে বাংলা ভাগের দাবিকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সংখ্যালঘুদের নিয়ে বিরোধী দলনেতার মন্তব্যকেও ব্যাপক সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি জানান, বিজেপির এক নেতা বলছেন, একে চাই, ওকে চাই না। মানুষই তাঁকে চাইবে না। সঙ্গে যোগ করেন, বিধানসভায় এসে দেখে যান, এখানে সব ধর্মের মানুষ বসে আছেন। কারণ, তাঁরা ভাগাভাগিতে বিশ্বাস করেন না।
যদিও এদিনও মুখ্যমন্ত্রীর বিবৃতির সময় সভা ছিলেন না বিজেপির কোনও বিধায়ক। এমনকী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। নীতি আয়োগের বৈঠকের মমতার মাইক বন্ধ করার বিরুদ্ধে এদিন বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস। নিন্দাপ্রস্তাবের উপরে আলোচনা চান তৃণমূলের বিধায়কেরা। কিন্তু আলোচনা শুরুর আগেই প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা।