চলন্ত ট্রেনের হাতল ধরে হাড়হিম স্টান্ট, হাত-পা হারালেন ভাইরাল যুবক, সাবধান করল রেল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগে তাঁরাই জনপ্রিয় তাঁরাই হতেন, যাঁদের টিভির পর্দায় দেখা যেত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভ্লগ, রিলের জামানায় সেসব এখন অতীত। যাঁদের লাইক বেশি, ভিউজ বেশি-হালফিলে তাঁরাও কিন্তু কোনও সেলিব্রিটিদের থেকে কম যান না। আর এই ভাইরাল হওয়ার চক্করে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না একাংশের ক্রিয়েটররা। আর এই ঝুঁকিই অভিশাপ হয়ে এল এক যুবকের জীবনে। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত ১৪ জুলাই একটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় এক যুবক চলন্ত ট্রেনের হাতল ধরে ড্রাইভ মারছেন স্টেশনে। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার আগেই সে স্টেশনে লাফিয়ে পড়ে, এই হল তাঁর স্টান্ট। ওই যুবকের একটি ভাইরাল ভিডিয়ো দেখে, তদন্তে নেমেছিল রেল পুলিশ। খোঁজ করতে গিয়ে কার্যত চোখ কপালে পুলিশের। যুবকের বাড়ি পৌঁছে। দেখা যায় এই স্টান্টের শাস্তি তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন।

মুম্বইয়ের বডালার এনটপ হিলের বাসিন্দা ফরহত শেখ, স্টান্ট করতে গিয়ে বিকলাঙ্গ হন। অভিযুক্ত ফরহত জানান, বন্ধু তাঁর ভিডিয়ো করে দিতেন। প্রথমবার পার পেয়ে যান, সোশ্যাল মিডিয়াতে তাঁর ভিডিয়ো ভাইরাল ও হয়। এরপর একমাস পর গত ১৪ এপ্রিল একইরকম স্টান্ট করে বেজায় দুর্ঘটনার মুখে পড়েন ওই যুবক। উল্লেখ্য, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল রেলের আবেদন, কেউ ট্রেন বা প্ল্যাটফর্মে এই ধরনের স্টান্ট করছেন নজরে পড়লে 9004410735 বা 139 নম্বরে রিপোর্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *