📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নীতি আয়োগের বৈঠকে যোগদান করতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরের একমাত্র প্রতিনিধি হিসাবে উপস্থিত হলেও, বলার সময় বার বার বাধাদান এবং পরে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। আর এ বার সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধানসভার অধিবেশনে প্রতিবাদের ঝড় তুলতে চাইছে তৃণমূল পরিষদীয় দল। বিধানসভা সূত্রে খবর, ওই ঘটনার প্রতিবাদে নিন্দা আলোচনার ভাবনা রয়েছে শাসকপক্ষের।
নীতি আয়োগ বৈঠকে মমতার ‘মাইক বন্ধ হওয়া’ নিয়ে নিন্দা-আলোচনার ভাবনা
