📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে নিম্নচাপ। তার দাপটে আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের অন্তত ১৫টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে সমুদ্র। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি শক্তিশা্লী হয়ে উঠেছে। এর প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।