মুলায়ম সিংহ যাদব জীবন এবার বড়পর্দায়, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রণজয়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এই গল্প সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার। এক দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে এসে কীভাবে একজন নিজের শখ, নিজের ভাললাগাকে খুঁজে নিয়েছেন, সেই গল্পই তুলে ধরবে শুভেন্দু রাজ ঘোষ । হিন্দি ভাষায় নির্মিত এই বায়োপিকটি মুক্তি পাচ্ছে চলতি মাসেই। মুখ্যভূমিকায় রয়েছেন অমিক শেট্টি । তাঁকে অভিনয় করতে দেখা যাবে গল্পের নামভূমিকায়। মুলায়ম সিংহ যাদব -এর ভূমিকায়। ছবির নাম, ‘ম্যায় মুলায়ম’

এই ছবির প্রযোজক মিনা শেট্টি বলছেন, ‘কীভাবে একজন গ্রামের ছেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন, সেই গল্প আমায় ভীষণ উদ্ধুদ্ধ করেছিল। মুলায়ম ভেবেছিলেন তিনি কেরিয়ার তৈরি করবেন কুস্তি নিয়ে, কিন্তু যেভাবে তাঁর পথ ঘুরে যায়, তা আমার বেশ শিক্ষণীয় বলে মনে হয়েছে। আশা করি মানুষের এই ছবিটা দেখে ভাল লাগবে।’

এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, গোবিন্দ নামদেও, মুকেশ তিওয়ারি, প্রকাশ বেলাওয়াদি, সুপ্রিয় কর্ণিক, জ়ারিনা ওয়াহাব, অনুপম শ্যাম ও রণজয় বিষ্ণু। বাঙালি অভিনেতাদের মধ্যে একমাত্র রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এই ছবিতে কাজ করেছেন। তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে পারে এই ‘ম্যায় মুলায়ম’। 

error: Content is protected !!