📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একাধিক বিল রাজভবনে পড়ে থাকলেও সেগুলিতে সই করছেন না রাজ্যপাল। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। সেই মামলায় এবার রাজভবনকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত। স্বরাষ্ট্রমন্ত্রককেও নোটিস পাঠানো হয়েছে।
রাজ্যপাল পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। সেই কারণে সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে মামলা করতে পারেনি রাজ্য সরকার। বদলে মামলা হয়েছে রাজ্যপালের সচিবের বিরুদ্ধে। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে প্রধান বিচারপতি রাজ্যপালকে নোটিস পাঠানোর জন্য বলেন। যদিও মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।
বিধানসভায় যে বিলগুলি পাস হয় সেগুলিতে সই করেন রাজ্যপাল। তারপরেই বিলগুলি আইনে পরিণত হয়। তারপরেই সেগুলি কার্যকর করতে পারে রাজ্য সরকার। রাজ্য বিধানসভায় পাস হওয়া বিলগুলি পাস হওয়ার পর সেগুলি পাঠানো হয়েছিল রাজভবনে। অভিযোগ, একাধিক বিল রাজভবনে জমা পড়লেও সেগুলিতে সই করছেন না রাজ্যপাল। আর সেই কারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
শুক্রবার শুনানির সময়, রাজ্যের আইনজীবী জানান, রাজ্যপাল কোনও বিল দীর্ঘদিন ফেলে রাখতে পারেন না। আর তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে নোটিস জারি করেছেন।