📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুরুটা সহজ ছিল না। অলিম্পিক্সের আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকে একের পর এক সমস্যার সম্মুখীন হয়েছে ফ্রান্সের সরকার। প্যারিসের প্রশাসনকে সামলাতে হয়েছে বিমানবন্দরের কর্মীদের বিক্ষোভ থেকে শুরু করে আয়োজনের খরচের দিকও। সেই সব বিপত্তি সামলে তৈরি প্যারিস। তৈরি অলিম্পিক্সের জন্য। ২৪ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিক্স। শুক্রবার ২৬ জুলাই উদ্বোধন। এই প্রথম কোনও অলিম্পিক্সের উদ্বোধন হবে নদীতে। স্যেন নদীতে হবে পুরো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সময় রাত ৯টায় শুরু হবে উদ্বোধন। তার জন্য সেজে উঠেছে স্যেন নদী। পূর্ব থেকে পশ্চিমে ৬ কিলোমিটার নদীপথে হবে উদ্বোধন। প্যারেড শুরু হবে অস্টারলিৎজ় ব্রিজ থেকে। শেষ হবে ট্রসেডারো ব্রিজের কাছে। মাঝে আরও কয়েকটি ব্রিজের তলা দিয়ে যাবে প্যারেড। পার্ক আরবাইন লা কনরোড, এসপ্ল্যানেড দেস ইনভালিডেস, গ্রাঁ পালাইসের মতো অলিম্পিক্সের বেশ কয়েকটি কেন্দ্রের পাশ দিয়ে যাবে প্যারেড। ১১ অগস্ট হবে অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান।
কাউন্ট ডাউন শুরু, আজ অলিম্পিক্সের উদ্বোধন
