কলকাতা মেট্রোর তিনটি স্টেশনে টিকিট কাউন্টার থাকবে না আর! আগামী ১ অগস্টেই ‘নয়া যাত্রা’


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা মেট্রোর বেশির ভাগ স্টেশনেই ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। এ বার শুধুমাত্র ওই ব্যবস্থা চালু করে তিনটি স্টেশনকে বুকিং কাউন্টার বিহীন করতে উদ্যোগী হলেন কর্তৃপক্ষ। মেট্রো রেলের ‘পার্পল’ এবং ‘অরেঞ্জ’ লাইনে অবস্থিত তারাতলা, সখেরবাজার এবং কবি সুকান্ত স্টেশনে কোনও টিকিট বুকিং কাউন্টার থাকবে না। শুক্রবার এমনই ঘোষণা করল কলকাতা মেট্রো। কর্তৃপক্ষের দাবি, আধুনিকীকরণের লক্ষ্যে আরও এক কদম এগিয়ে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

error: Content is protected !!