📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এ বছর বর্ষায় প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গ ভেসে যাওয়ার মতো ঘটনা এখনও ঘটেনি। এই শ্রাবণে বৃষ্টি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তবে এবার নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসতে পারে দক্ষিণবঙ্গ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ থেকে শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
এর জেরে দক্ষিণের জেলাগুলিতে আগামী ৭ দিন স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই খবর। আজ কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।
তবে উত্তরবঙ্গের জেলাগুলি এতদিন প্রবল বর্ষণে ভাসলেও, আগামী দুই তিন দিন বৃষ্টির পরিমাণ কমবে। ফের রবিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। দিনের তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি।