📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তিনি নিজেকে ‘ট্রেন্ডসেটার’ বলতে ভালবাসেন। কথাটা মিথ্যে নয় একেবারেই। সুরে মুড়ে যে একেবারে ফুটপাথের গল্প বলা যায়, বলা যায় সাধারণ মধ্যবিত্তের মানসিকতা, সেই হদিশ বোধহয় প্রথম দিয়েছিলেন তিনিই। তিনি নচিকেতা চক্রবর্তী । তিন দশক ধরে, তাঁর দুনিয়ায় তিনিই রাজা। নিজের পথ নিজে লিখতে বিশ্বাসী তিনি। সদ্য, ‘মহানায়ক’ পুরস্কারে সম্মানিত হয়েছেন নচিকেতা। কিন্তু তাঁকে ‘মহানায়ক’ সম্মান দেওয়া নিয়ে দানা বেঁধেছে বেশ কিছু বিতর্ক। সংবাদমাধ্যমের কাছে সেই সমস্ত বিতর্কের মনখোলা উত্তর দিলেন নচিকেতা।
তিন দশকে অজস্র সম্মান, ভালবাসা পেয়েছেন নচিকেতা। সেই জায়গা থেকে, ‘মহানায়ক সম্মান’ তাঁর কাছে কতটা বিশেষ? নচিকেতা বলছেন, ‘উত্তমকুমার তো বাঙালির কাছে আবেগের। তাঁর নামের পুরস্কার পাওয়া অবশ্যই আমার অন্যতম বড় প্রাপ্তি। ভাল লেগেছে।’
কেবল গান নয়, বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন নচিকেতা। নিজের চরিত্রেই গানও গেয়েছেন। ‘মহানায়ক সম্মান’ কি তুলে নিয়ে এল নচিকেতার অন্য সত্ত্বাগুলোকেও? নচিকেতা বলছেন, ‘মহানায়ক সম্মান কিন্তু কেবল অভিনয়ের পুরস্কার নয়। মহানায়ক মানে অভিনেতা মহানায়ক নন। মহানায়কের সম্মানে আমায় এই পুরস্কার দেওয়া হয়েছে আমার গোটা জীবনের কাজের জন্য। এটা আমার কাছে বড় প্রাপ্তি। কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, তাকে কি বিজ্ঞানী হতে হবে? কিছু অশিক্ষিত মানুষ অনেক রকম কথা বলছেন। তাঁদের বুঝতে হবে, আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোক। অন্তত ১২টা ছবিতে মিউজিক করেছি। তাহলে আমি কি সেই পুরস্কারটা পেতে পারি না? মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য আমায় অভিনেতাই হতে হবে এটা কোথায় লেখা আছে? ‘মহানায়ক’-একটা ব্র্যান্ড। নোবেল পুরস্কার তাহলে অভিনেতাকে দেওয়ার কি দরকার, কেবল বিজ্ঞানীদের দিলেই পারত।’
এতদিন ‘মহানায়ক’ পুরস্কার অভিনেতা অভিনেত্রীরাই পেয়ে এসেছেন বলেই কি এই বিতর্ক? নচিকেতা বলছেন, ‘ধরে নিন না, আমায় দিয়েই শুরু হল মহানায়ক সম্মান অভিনয়ের বাইরের শিল্পীদের দেওয়া। এরপরে অন্যান্য সঙ্গীতশিল্পীরা পাবেন, পরিচালকেরা পাবেন। আর অভিনয়ের বাইরেই বা বলি কি করে? গানে অভিনয় নেই? আমার ভাল লাগছে, এটা একটা ট্রেন্ড তৈরি হল। আমি নিজেই একজন ট্রেন্ডসেটার। আমায় দিয়েই তো ট্রেন্ড তৈরি হয়। অন্য কেউ মহানায়ক সম্মান পেলে এত লেখালেখি হত বলে মনে হয় না। কতগুলো অশিক্ষিত লোক বলাবলি করছে, নচিকেতা মহানায়ক পুরস্কার কেন পেল ও তো অভিনয়েই করে না। আসলে আমার জনপ্রিয়তাটা এখনও ৩১ বছর আগের মতোই রয়েছে। আমায় নিয়ে লিখলে ওদের টিআরপি বাড়ে।’