ছোটপর্দা, টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে পসার জমাতে চলেছেন রণজয়, কোন ছবিতে ডেব্যু?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১৫ জুলাই । সোমবারের স্বর্ণালী সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়েন শোভন-সোহিনী । এক বছরের প্রেম । এই আবহে বারংবার উঠে আসছে আরও একটি নাম, রণজয় বিষ্ণু। তিনি টলিউডের জনপ্রিয় অভিনেতা তো বটেই, তাঁর আরও একটি পরিচয় রণজয় সোহিনীর প্রাক্তন। সোহিনীর বিয়ের পর তাঁর নাম নিয়ে কাদা ছোড়াছুড়িও কম হয়নি। কিন্তু এদিকে অভিনেতা অন্য একটি খবরে সকলকে কার্যত চমকে দিলেন।

জানা গিয়েছে, ছোট পর্দা, টলিউডের গন্ডি পেরিয়ে রণজয় পসার জমাতে চলেছেন বলিউডে। মুলায়ম সিং যাদবের বায়োপিক আসছে। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্র, অজিত সিংয়ের ভূমিকায় দেখা যাবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। যেখানে স্বমহিমায় দেখা গিয়েছেন রণজয়কে। আগামী ২৬ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবিটি।

উল্লেখ্য, সব কিছু ভুলে কাজে ডুবে রণজয় । ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত তিনি । শুটিংয়ের পাশাপাশি লেখালিখিও করছেন । কিছু দিন আগেই অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে লাদাখে গিয়েছিলেন তিনি । সেখানে গিয়ে একটি মিউজিক ভিডিয়োর শুটিং করেছেন রণজয় । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ।’গুড্ডি’ ধারাবাহিকে রণজয় ও শ্যামৌপ্তির রসায়ন পছন্দ হয়েছিল দর্শকদের । বাস্তবেও তাঁরা সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন ছড়ায় । এমনকী রণজয়ের সঙ্গে নাম জড়ায় মিশমির সঙ্গেও । যদিও, তা সত্যি নয় বলেই জানিয়ে দিয়েছেন রণজয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *