📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: করোনাকালের স্মৃতি এখনও দগদগে। তার মধ্যেই শোনা যাচ্ছে নতুন ভাইরাসের নাম৷ হান্তাভাইরাস নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। মূলত ইঁদুরের থেকে এই সংক্রমণ ছড়ায়। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪ জন। মূলত ইঁদুর এবং ওই জাতীয় প্রাণীর মূত্র, স্যালাইভা থেকে ছড়ায় হান্তাভাইরাস। এ থেকে যে রোগ হয় তার নাম ‘হান্তাভাইরাস পালমোনারি সিন্ড্রোম’। অ্যারিজোনার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত অন্তত ৭ জনের মধ্যে এই রোগের উপসর্গের দেখা পাওয়া গিয়েছে। হান্তাভাইরাসে মৃত্যুর হার প্রায় ৩৮ শতাংশ। প্রধান উপসর্গ হল গা ব্যাথা এবং জ্বর। তার সঙ্গে মাথা ব্যাথা, বমিভাব, পেশির যন্ত্রণা, কাঁপুনি, তলপেটে ব্যাথা। অবস্থা খারাপ হলে শ্বাসকষ্ট এবং কাশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি বলছে, এই ভাইরাস থেকে ‘হ্যামোরেজিক ফিভার উইথ রেনাল সিন্ড্রোম’ও হতে পারে। লো ব্লাড প্রেশার, শক, কিডনি নষ্টের সম্ভাবনা থাকে। ভাইরাসে আক্রান্ত হওয়ার ১ থেকে ৮ সপ্তাহ পরে উপসর্গ দেখা দেয়। আপাতত এই রোগের কোনও চিকিৎসা আবিষ্কৃত হয়নি৷ ক্যালিফোর্নিয়াতেও দুজন হান্তাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।তবে গবেষকদের মতে, মানুষ থেকে যেহেতু এই রোগ ছড়ায়,না, তাই এখনওই ভীষণ আতঙ্কের কিছু নেই।